ত্রিশালে পৌর মেয়র হিসেবে শতভাগ অভিজ্ঞ মেয়র আনিছ
আরিফ রববানী, ময়মনসিংহ : আসছে ৩০শে জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিশাল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন। এর ই মধ্যে নৌকা প্রতীক পাওয়ার লক্ষে আওয়ামীলীগ-বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মাঝে চলছে দৌড়ঝাপ । তবে ত্রিশাল পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ নৌকা পাবেন কিনা এনিয়ে বিভিন্ন মহলে এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। ভোটারদের দাবী নৌকা প্রতীক যাকেই দেওয়া হউক,তারা উন্নয়ন কে প্রধান্য দিবেন। গত দুই মেয়াদে মেয়র আনিছ পৌর এলাকার উন্নয়নে যে ভূমিকা রেখেছেন আসন্ন নির্বাচনে তাই ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে। তাছাড়া ব্যক্তি হিসাবেও মেয়র আনিছ সকলের পছন্দের।
এদিকে টানা তৃতীয়বারের মতো বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যাশে মেয়র প্রার্থী হিসাব আবারো বর্তমান মেয়র আনিছের সমর্থনে পৌর এলাকায় প্রতিদিন ই উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অংঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলছে প্রচার প্রচারণা এবং সভা-সমাবেশ। শহরের চারিদিকে পোষ্টারে পোষ্টারে ছেয়ে ফেলা হয়েছে।
আসন্ন পৌর নির্বাচনে ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপি,স্বতন্ত্র মিলে প্রায় ১০-১৫জন প্রার্থী মেয়র নির্বাচিত হতে ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।
তবে পৌর এলাকার সাধারণ মানুষ বলছেন, এবারে পৌর নির্বাচনে প্রার্থীদের মধ্যথেকে যোগ্যতম ব্যক্তিকেই তারা বেছে নিবেন। দল কিংবা প্রতীক নয়,মেয়র হলে সাধারণ মানুষের জন্য যিনি কাজ করবেন তাকেই ভোট দিয়ে পৌর পিতার আসনে বসাবেন তারা।
আবার প্রায় ০৯ টি ওয়ার্ডের বেশীর ভাগ ভোটারদের মতে বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাই পৌরসভার উন্নয়ন পেতে চাইলে ক্লীন ইমেজের প্রার্থী হিসাবে বর্তমান মেয়র আনিছের কোন বিকল্প নেই। তারা মনে করেন পৌর মেয়র হিসেবে শতভাগ অভিজ্ঞ মেয়র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। কারন হিসেবে তারা বলছেন- আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ গত দুই মেয়াদে সফলভাবে পৌরসভার সকল দায়িত্ব পালন করেছেন, তাই তিনি পৌরসভায় নির্বাচিত হলে সহজেই কাজ করতে পারবেন।