ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তির দাবিতে বিক্ষোভ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 5:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 265 বার

আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম : কারাবন্দি ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের মুক্তির দাবীতে ইউএনও অফিস ঘেরাও করেছে কয়েকশ নারী ও পুরুষ শ্রমিক।বৃহস্পতিবার দুপুরে ইউএনও অফিসের সামনে সমবেত হয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন কর্মসূচীর কয়েকশ নারী ও পুরুষ শ্রমিক। তারা ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আশ্বসের প্রেক্ষিতে তারা উপজেলা চত্বর ত্যাগ করে।
পরবর্তীতে আজ শুক্রবার সকাল থেকে তারা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন এবং অবস্থান কর্মসুচী করেন। উল্লেখ যে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা উপজেলা পরিষদের সামনে অবস্থান করেন। এ ব্যাপারে ওসি আতিয়ার রহমান জানান, কর্মসৃজন কর্মসূচীর শ্রমিকরা ভেবেছিল চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাদের চাকরি থাকবে না,তাই চাকরি রক্ষার দাবীতে তারা ইউএনও অফিসে এসেছিল।

উল্লেখ্য, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনকে গত সোমবার আটক করে কারাগারে প্রেরণ করে।