চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর পদত্যাগ
স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক পদত্যাগ করেছেন।
তিনি চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামী লীগ কমিটির সদস্য।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম শরীফুল হকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন।
তিনি দিনাজপুর-৪ (চিরিরবন্দর -খানসামা ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেও চুড়ান্ত তালিকা থেকে বঞ্চিত হয়েছেন।
এই আসন থেকে এবারও আওয়ামী লীগ ভরসা রেখেছে বর্তমান সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপির উপর।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মো. তারিকুল ইসলাম তারিক সাংবাদিকদের বলেন, ‘”আমি জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর -খানসামা ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। এজন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আজ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি”।