সিলেট-২ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন এমপি মোকাব্বির খান
বিশ্বনাথ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
আজ বৃহস্পতিবার বিকেলে তার মনোনয়ন পত্র জমা দেন সিলেট জেলা প্রশাসক (রিটার্ণিং) অফিসারের কাছে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরউদ্দিন আহমদ নুনু। প্রস্তাব কারী মো. জাকির হোসেন। সমর্থন কারী মো. নাসির উদ্দীন বাবু। এমপি মোকাব্বির খানের একান্ত সহকারী আহমদ কবির আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।