দিনাজপুর-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন আঃ লীগের প্রার্থী
পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর ৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি চিরিরবন্দর ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
গত বুধবার (২৯ নভেম্বর) বিকালে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। এসময় সাবেক হুইপ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মানু, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,
চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দীন মনোনয়ন ফরম জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।