ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও বহনের দায়ে এক ব্যাক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার রাজারামপুর বেলতলি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মতকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী উপস্থিত ছিলেন। জরিমানার দন্ডপ্রাপ্ত হলেন অবৈধ্যবালু বহনকারী টলির চালক উপজেলার সেন্দুরহাটা গ্রামের নাজু মিয়ার ছেলে মিলন (৩০)।
উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল জানান, বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে, অবৈধ ভাবে বালু উত্তোলন ও বহনের দায়ে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়। তিনি আরও জানান,অবৈধ্য বালু উত্তোলন ও বহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে ।