সরকারি নিবন্ধন পেল হাসনাবাদ ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন
মোঃ জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা হাসনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবী যুব উন্নয়ন সংগঠন কে বুধবার সকাল ১১টায় যুব উন্নয়ন নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এর ধারা-৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি-৩ (৪) এর অধীন নিবন্ধন সনদ প্রদান করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে নিবন্ধন সনদ প্রদান করেন কুড়িগ্রাম যুব উন্নয়নের উপ পরিচালক মোঃ আলী আর রেজা । স্বেচ্ছাসেবী যুব সংগঠন টি দীর্ঘদিন যাবৎ সামাজিক উন্নয়ন কর্ম কান্ড ও আত্মনির্ভরশীলতা অর্জনে নানামূখী কর্মকা- সম্পাদন করে আসছে। কর্মকান্ডের মধ্যে বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, স্বেচ্ছাশ্রমে গ্রামীণ রাস্তা মেরামত কার্যক্রম পরিচালনা সহ পরিবেশ ধ্বংসকারি ইউক্যালিপ্টাস গাছ অপসারণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করে।
এ কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ নাগেশ্বরী উপজেলা প্রশাসন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় নিবন্ধন সনদ পত্র প্রদান সহ নানামূখী সহযোগিতা প্রদান করেন। নিবন্ধন সনদ নং ৯৬ পত্র গ্রহণ করেন হাসনাবাদ ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠনের সভাপতি – ডাঃ সাইদুল ইসলাম , সাধারণ সম্পাদক – আব্দুল গাফফার , প্রচার সম্পাদক – নাজমুল হাসান লিমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন প্রমুখ।