ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্মার্ট ত্রিশাল গঠনে যুবসমাজকে স্মার্ট হতে হবে: স্বতন্ত্র প্রার্থী আনিছ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 12, 2023 - 2:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

ষ্টাফ রিপোর্টারঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র প্রার্থী, ত্রিশাল পৌরসভার ৩বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেছেন-আগামীতে সুযোগ পেলে ত্রিশাল কে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবো। সেই লক্ষ বাস্তবায়নে

স্মাট ত্রিশাল গড়তে উপজেলার যুবসমাকে স্মার্ট হিসাবে গড়ে তুলতে কাজ করবো, কেননা
স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে সবার আগে যুবসমাজকে স্মার্ট হতে হবে।

মঙ্গলবার ১২ ডিসেম্বর সকালে উপজেলার কানিহারী ইউনিয়নের ১নং ওয়ার্ড বালিদিয়া এলাকায়
আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও উঠান বৈঠকে উপস্থিত ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ যুব, যারা জাতীয় উন্নয়নের ধারক বা বাহক। তাদের সরকারের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।

স্বতন্ত্র প্রার্থী আনিছ বলেন, ‘আগামী দিনে ত্রিশালের উন্নয়নে স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে দুর্নীতি, কুপমুন্ডকতা থেকে বেরিয়ে আসতে যুবসমাজকে সাহসী ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়তে যুবসমাজকে একযোগে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’ যুবসংগঠকদেরকে সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নসহ ক্রীড়া কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের অপব্যবহার রোধ, সন্ত্রাসবাদ, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

বলেন,জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে তার সরকার সারাদেশে ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমে বৈচিত্র্য এনে দিয়েছে। বেকারত্ব দুর করতে যুবকদের জন্য ড্রাইভিং, কম্পিউটার, মেকানিক্যালসহ
যুগোপযোগী প্রশিক্ষণ কোর্স অন্তর্ভুক্ত করেছে। যুবনারীদের ক্ষমতায়নসহ যুব নেতৃত্ব সৃষ্টি ও সার্বিকভাবে যুব কল্যাণার্থে আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন করেছে। জাতীয় যুব কাউন্সিল গঠন এবং ব্যবসায় আগ্রহী করতে যুব ঋণের প্রক্রিয়া সহজ করা হয়েছে। ’

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার প্রবীণ রাজনীতিবিধ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ফজলে রাব্বি,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুশফিকুর রহমান রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তিনি উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি অবিচল থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন।

একই দিনে তিনি কানিহারী ইউনিয়নের বালিদীয়া গ্রামে সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল সাহেবের বাড়িতে,দুপুরে আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মেম্বার সাহেবের বাড়িতে ও মঠবাড়ী ইউনিয়ন বামনা খালী গ্রামে একটি পথসভায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে সকলের দোয়া ও ভোট প্রার্থনা করেন।