ময়মনসিংহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি দুলুর গণসংযোগ
ময়মনসিংহ:ময়মনসিংহ-৪ সদর আসনে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিয়মিত গনসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকালে তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান দুলু উপজেলার সিরতা ইউনিয়নের চর গোবাদিয়াসহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গণসংযোগ করেন।
গণসংযোগকালে সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু বলেন,ময়মনসিংহ সদর আসনে ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসাবে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি ৫টি বছর আপনাদের পাশে ছিলাম।
এলাকাবাসীর মতামত নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে আমি সব সময় চেষ্টা করেছি। সদর উপজেলার সার্বিক উন্নয়নে আমার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে আমি আপনাদের নিকট পুনরায় ভোট প্রার্থনা করছি। অতীতের ন্যায় ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থেকে সব সময় সেবাদানের চেষ্টা চালিয়ে যাব।
জানা গেছে, ময়মনসিংহ-৪ (সদর) আসনে ২০০১ সালে বিএনপি’র দলীয় এমপি হয়েছিলেন দেলোয়ার হোসেন খান দুলু। বিএনপি’র সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলু এক-এগারোর সংস্কারপন্থি হিসেবে দল থেকে ছিটকে পড়েন। এরপর থেকে বিএনপিতে এই নেতার কোনো পদ নেই। সংস্কারপন্থি হিসেবে গত ১৫ বছর বিএনপি দেলোয়ার হোসেন খান দুলু এমপিকে দলে রাখেনি বলে জানা গেছে।