ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২১ অপরাহ্ন

মান্দায় রাতের আঁধারে পান বরজের গাছ কেটে সাবাড় 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 20, 2023 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আব্দুর রশিদ নামের এক কৃষকের পান বরজের পানের গাছ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগাঁ গ্রামে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিংগাঁপূর্ব পাড়া গ্রামের আব্দুর রশিদ তার নিজ জমিতে পান চাষ করে আসছে। মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা পান বরজের পান গাছ কেটে সাবাড় করে দেয়। সকালে আব্দুর রশিদ পান বরজে পান ভাঙ্গতে গেলে পান বরজের পানের গাছ কাটার দৃশ্যটি তার চোখে পড়ে। তিনি সাথে সাথে বিষয়টি এলাকার লোকজনকে দেখান।
আব্দুর রশিদ এর ছেলে আবু রায়হান রাসেল বলেন, বাবা অনেক কষ্ট করে এই পান বরজটি দাঁড় করিয়েছিলেন, প্রত্যেকদিন এই পান বরজে কাজ করতেন এবং অনেক পরিশ্রম করতেন।গতরাত্রে কে বা কাহারা এই নেক্কারজনক কাজ করেছে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার। মানুষ মানুষের শত্রুতা থাকতেই পারে তাই বলে ফসলের প্রতি এ কেমন শত্রুতা। তার ছেলে অভিযোগ করে বলেন, তাদের পান বরজের পান গাছ কেটে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে ।
এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#