ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীপুর উত্তর ইউনিয়নে কেটলি প্রতীকের পোস্টারে পোস্টারে চেয়ে গেছে বাজারের অলিগলি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 24, 2023 - 2:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

সুনামগঞ্জ প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে বাজার,ও গ্রামে গ্রামে পোস্টার লাগিয়ে চলছে মাইকিং।পরিচিত গানের সুরে চাওয়া হচ্ছে কেটলি মার্কার জন্য ভোট। আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

এরই ধারাবিকতায়,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী বাজার,লামাকাটা মোড়,জঙ্গলবাড়ি মোড়,কলাগাঁও বাজার,চারাগাঁও বাজার, লালঘাট মোড়,লাকমা বাজার,টেকেরঘাট বাজার,বড়ছড়া জয় বাংলা বাজার, চানপুর বাজার,নতুন বাজার, শ্রীপুর বাজার ও মন্দিয়াতা হাটখলা বাজার,জুড়ে অলিগলিতে ছেয়ে গেছে কেটলি প্রতীকের নির্বাচনী পোস্টার।

সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র কেটলি প্রতীকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপির)প্রচারণায় মুখর ইউনিয়নের বাজার এলাকা।

ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শেখ মোস্তফা ও তার অঙ্গ সঙ্গঠন ভোট চাইতে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এর জন্য এবং পরিচিতি ও নানা প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের কাছে বিতরণ করছেন কেটলি প্রতীকের লিফলেট।

৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ ১- আসনে আওয়ামীলীগ মনোনীত ১জন আর অন্য ২জন স্বতন্ত্র প্রার্থী।

সুনামগঞ্জ ১- আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী: এডভোকেট রনজিত সরকার,নৌকা প্রতীক,সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র প্রার্থী: কেটলি মার্কা,মোয়াজ্জেম হোসেন রতন এমপি,ও স্বতন্ত্র প্রার্থী: সেলিম আহমদ ঈগল মার্কা।এলাকায় বইছে নির্বাচনী উৎসবের আমেজ।

এসব নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে গ্রামে ও বাজারে অলিগলি প্রার্থীদের পোস্টার ছেয়ে গেছে। তবে কে সুনামগঞ্জ ১- আসনের ৭ই জানুয়ারি বিজয়ী হবেন,কাকে ভোট দেবেন জনগণ এসব নিয়েই এলাকাবাসীর কাছে দিন দিন আগ্রহ বাড়ছে।

শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি শেখ মোস্তফা বলেন,নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণা বাড়ছে,ভোটাররাও অপেক্ষার সময় গুনছেন ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে,এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপি কে কেটলি মার্কায় ভোট দিয়ে আবারও বিজয়ী করবেন,এমনটাই আশা করছেন তিনি।

শেখ মোস্তফা আরও বলেন,নিজেদের প্রার্থীদের পক্ষে আমরা এলাকাবাসীর কাছে ভোট চাচ্ছি, প্রার্থীর পক্ষে বিভিন্ন গুণবাচক দিক তুলে ধরছি। বাকিটা ভোটারদের সিদ্ধান্ত। আশা করছি ৭ জানুয়ারি নির্বাচনে এলাকাবাসী যোগ্য প্রার্থীকেই বেছে নিবেন।

নির্বাচনে জনগণ মনোনীত স্বতন্ত্র কেটলি মার্কা প্রার্থী:মোয়াজ্জেম হোসেন রতন এমপি,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার,স্বতন্ত্র প্রার্থী:সেলিম আহমদ ঈগল প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়াই করছেন।