ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামা নাশকতায় মামলায় ৩ জন কে আটক করছেন পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 24, 2023 - 2:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

মোঃ লায়ন ইসলাম, খানসামা দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় বিএনপির তিন জন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত তাজীম উদ্দিনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাশেদুজ্জামান স্মৃতি (৪২) ও মৃত ইউসুফ আলী শাহ্ এর ছেলে মো. ইয়াসিন আলী (৩৯), টংগুয়া গ্রামের মৃত সাইফুদ্দিন আহমেদের ছেলে ভেড়ভেড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সাইয়াদুল ইসলাম মুক্তি (৫৪)।

খানসামা থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিপূর্বে তাদের নামে একটি নাশকতার মামলা রয়েছে। নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করে রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।