খানসামায় শীতার্তদের পাশে “প্রিয় খানসামা” গ্রুপ
মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: কনকনে শীতে দিনাজপুরের খানসামা উপজেলায় উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় খানসামা।
সোমবার (১৫ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এই গ্রুপের এডমিন এস.এম.রকি ও মোকছেদুল ইসলাম, লায়ন ইসলাম,মডারেটর জে আর জামান,ভুবন সেন ও শাহরিয়ার সুমনসহ আরো অনেকে।
এসময় তাঁরা বলেন, সকল সামর্থ্যবানরা যদি এই কনকনে শীতে প্রতিবেশী ও নিম্ন আয়ের মানুষের পাশে থাকে তাহলে কেউ মানবতের দিন কাটাবে না। তাই সকলের প্রতি আহ্বান সবার পাশে যেন থাকে।