ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ককটেল বিস্ফোরণ মামলায় জামিন পেলেন বিএনপির সভাপতি সহ ৪২ জন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 22, 2024 - 2:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

হুমায়ূন আহমেদ স্টাফ রিপোর্টার, আদমদীঘি বগুড়া:গত ৯ নভেম্বর বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধে বগুড়ার আদমদীঘিতে পূর্ব ঢাকা রোড এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় জামিন পেলেন আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সহ ৪২ জন। আজ ২২/০১/২০২৪ইং তারিখ সোমবার ঢাকার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বলে জানা যায়। আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদি হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে ৫৯ জনের নামে মামলাটি করেন।

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড নামক স্থানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুর অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫৯ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে এই মামলা হয়েছিল। মামলার আসামিরা হলেন আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, সহ-সভাপতি কামরুল হাসান মধু, সহ-সভাপতি ফরিদুল হক মুক্তা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী

দুলাল,উপজেলা বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা আবু মোতালেব, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা যুবদল নেতা রিয়ন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আবুল বাশার মারুফ, আদমদিঘী সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ কাউসার দ্বীপ সহ আরো অন্যান্য ৫৯ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

Proudly Designed by: Softs Cloud