ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহরাস্তিতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা – ২০২৪ সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 29, 2024 - 2:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

ইউসুফ পাটোয়ারী লিংকন:বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি, এ প্রতিপাদ্যকে ধারণ করে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী সোমবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার টেলিকনফারেন্সে মাধ্যমে শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির আরাফাত সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন সঞ্চালনায় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল,উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিজ্ঞান মেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আবুল কালাম প্রমুখ। বিজ্ঞান মেলায় মাধ্যমিক পর্যায়ে ২০ টি স্টল ও কলেজ পর্যায়ে ৬ টি স্টল সহ ২৬ টি প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষে বিজয়ী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ক্যাপশন: শাহরাস্তিতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত সহ অতিথিবৃন্দ।