ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটিতে ওয়াইফাই এর শুভ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 30, 2024 - 3:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার
শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ
রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটিতে ওয়াইফাই সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি ২৪) দুপুর ১২টায় বিভাগীয় ইউনিটি কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ওয়াইফাই এর উদ্বোধন সহ আধুনিক সাউন্ড বক্স ও প্রয়োজনীয় নানা ইলেকট্রিক যন্ত্রাংশ বিভাগীয় কার্যালয়ে সংযোজন করা হয়।
অনুষ্ঠানটি দৈনিক প্রথম খবর স্টাফ রিপোর্টার ও দৈনিক নবচেতনা জেলা প্রতিনিধি এবং রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭১ টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ, বিশেষ অতিথি রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট পলাশ নাগ, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার রংপুর প্রতিনিধি ও বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি অলোক নাথ, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, কোষাধ্যক্ষ মেহেবুব পারবে সুমন, দপ্তর সম্পাদক সাকিব উদ্দিন, কার্যকরী সদস্য শামীম রানা, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, সাংবাদিকতায় দক্ষ এবং যোগ্যতা সম্পূর্ণ ভাবে গড়ে তুুলতে হবে। সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বেশি বেশি করে বই পড়ার উপর যথার্থ দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকতা পেশায় নিয়োজিত সহকর্মীদের অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করার পরামর্শ দেন।#