ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৬ অপরাহ্ন

ফুলবাড়ী ১৬ বছরপর থানা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা,

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 3, 2024 - 1:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে দির্ঘ ১৬ বছরপর ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির পুর্নগঠন কমিটির উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে এ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। বাষিক সাধারন সভায় সমিতির নির্বাচনের লক্ষে তিন সদস্য বিষিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

বার্ষিক সাধারন সভায় ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ ব্যবসায়ী কফিল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও তরুন ব্যবসায়ী সাংবাদিক আশরাফ পারভেজের সঞ্চলনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র বিশিষ্ট শিল্পপতি আলহ্জ্ব মাহমুদ আলম লিটন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি রাজু কুমার গুপ্ত, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধক্ষ্য ও সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব কামরুজ্জামান শাহ, ব্যবসায়ী সমিতির পুর্নগঠন কমিটির উপদেষ্টা এমএ কায়ুমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দগণ।

বার্ষিক সাধারন সভা শেষে ব্যবসায়ী সমিতির পুর্নগঠন কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ সাবির আলীকে আহবায়ক ও সহকারী অধ্যাপক জারজিস আহম্মেদ এবং সহকারী অধ্যাপক খুরশিদ আলম নাদিম কে সদস্য করে তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

ব্যবসায়ীরা জানায়,ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি ১৯৯৭ সালে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হলেও, ২০০৮ সালের পর থেকে এ সমিতির নতুন কোন নির্বাচন হয়নি। ২০২১ সালে ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি নওশাদ আলম মুন্না মৃত্যুবরণ করায়, ঝিমিয়ে পড়ে ব্যবসায়ী সমিতির স্বাভাবিক কার্যক্রম। এরপর তরুন ব্যবসায়ীগণ ব্যবসায়ী সমিতিকে পুর্নগঠন করতে একটি পুর্নগঠন কমিটি গঠন করে, সেই কমিটির উদ্যোগে সদস্যসংগ্রহ নবায়নসহ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠি হলো ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।