ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের পারিবারিক মিলন মেলা ও বনভোজন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 3, 2024 - 2:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার
চট্টগ্রাম: আটার বছরের আগে সন্তানদের হাতে স্মার্ট ফোন নয়- বলছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের পারিবারিক মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠানে লায়ন রুপম কিশোর বড়ুয়া। গত ০২ ফেব্রুয়ারি, শুক্রবার উক্ত অনুষ্ঠানে তিনি শুভ উদ্বোধন কালে একথা বলছিলেন।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের পারিবারিক মিলন মেলা ও বনভোজন মহামুনি পাহাড়তলী সতীশ ভবনে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়। সারাদিন ব্যাপি অনুষ্ঠানে মধ্যে ছিল পিঠা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে ছোট বড় সবার জন্য ছিল খেলাধুলা, প্রতিযোগিতা, ছোটদের বিস্কুট, মার্বেল দৌড়, মেয়েদের মিউজিক্যাল চেয়ার, ছেলেদের টেনিস বাস্কেট,  ষ্ট্যাম বল সহ আরো অনেক। যুব পরিষদের এক একটা আয়োজন এক একটা রোমাঞ্চকর ও স্মৃতিমধুর এবং স্মরনীয়, সবার শেষে  চোখে  পড়ার মতো চমক ছিল রাফ্রেল ড্র ও পুরস্কার বিতরন।
মিলন মেলার সচিব অলক বড়ুয়া সঞ্চালনায় চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড এর সভাপতিত্বে এক আলোচনা সভায় কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এর ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া’র উদ্ভোধনের মাধ্যমে এতে সম্মানিত  অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, উপদেষ্টা বিকাশ কুমার চৌধুরী,  লায়ন সুপ্রভা বড়ুয়া, সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎপল
বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, বান্দরবান অঞ্চলের সাধারণ সম্পাদক হিতোষময় বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারন সম্পাদক প্রকৌশলী লিটু বড়ুয়া, বিটিভি তালিকাভুক্ত সংগীতশিল্পী তাপস বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব এর সহ সাধারণ সম্পাদক সপু বড়ুয়া, আন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক তাপস বড়ুয়া, মিলন মেলার আহবায়ক  সহ সভাপতি সন্জয় বড়ুয়া পিপলু,  সমন্বয়করী শিমুল বড়ুয়া সহ   সংগঠননের অন্যান্য নেতৃবৃন্দ।
টিভি ও বেতার শিল্পী রিতু বড়ুয়া গান সহ আরো ছিল নৃত্য ও ইশিতা বড়ুয়ার চৌধুরীর আবৃতি।
সভায় উদ্বোধনী ভাষণে লায়ন রুপম কিশোর বড়ুয়া বলেন ১৮ বছরের আগে কোন সন্তানকে মোবাইন না দিয়ে সাংস্কৃতিক ও খেলাধুলার পরিমন্ডলে সন্তানদের বড় করার জন্য অবিভাবকদের আহবান জানান। সেই সাথে চিন্ময় বড়ুয়া রিন্টু, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া ও সজীব বড়ুয়া ডায়মন্ড কে অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্ট এর ট্রাষ্টি হিসাবে মনোনীত করেন ট্রাষ্টের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও রেফ্যল ড্র তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।