রাঙ্গুনিয়ায় সহকারী প্রধান শিক্ষক পরিষদের অভিষেক অনুষ্ঠান
রাঙ্গুনিয়া প্রতিনিধি;রাঙ্গুনিয়ার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকদের নিয়ে গঠিত ‘সহকারী প্রধান শিক্ষক পরিষদ’র অভিষেক অনুষ্ঠান বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণ। সংগঠনের সভাপতি অঞ্জন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ও জগলুল হুদা।
মো. তারেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো. আবু সায়েম, মো. আবদুল আজিজ, দিলীপ দেওয়ানজি, শাহিদা আকতার, এমরানুল হক, আবদুল আজিজ, সুমন কান্তি দাশ, মো. আবু তালেব, তপন কান্তি দেব, মো. নুরুল আলম, জাহানারা বেগম, শাহনাজ আকতার প্রমুখ।
বক্তব্যে সহকারী প্রধান শিক্ষকবৃন্দ বেতন বৈষম্যসহ প্রতিষ্ঠানে ও জাতীয়ভাবে বিভিন্ন বৈষম্য ও বঞ্চনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সহকারী প্রধান শিক্ষকদের সংগঠনের প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করে বিভিন্ন বৈষম্যের বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে সমাধানের প্রচেষ্টার আশ্বাস দেন। তিনি সংগঠনের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সুখে দুঃখে পাশে থাকার আশ্বাস দেন। সভা শেষে অঞ্জন কুমার দেকে সভাপতি ও মো. আবু সায়েমকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন সহকারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।