ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রংপুরে JOB APP BD’র মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 15, 2024 - 1:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার
শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধি: রংপুরে JOB APP BD’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আপনি চাকুরীর জন্য কোনো কিছুই খোজে পাচ্ছেন না। আজই আপনার মোবাইলের প্লে ষ্টোর থেকে জব এপস বিডি ডাউন লোড করে আপনার কাঙ্খিত চাকুরীর বেছে নিন ।জব এপস বিডি দিচ্ছে হাতের নাগালে চাকুরীর খোজ।
বর্তমান প্রজন্মের যারা পড়াশোনা শেষ করেছেন, তাদের জন্য সামনে চাকরির বাজারে রয়েছে বড় চ্যালেঞ্জ। বৈশ্বিক মহামারির পর চাকরি পেতে তরুণদের বিশেষ দক্ষতা অর্জনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা অন্যান্য তথ্য সম্পর্কে থাকতে হবে বিস্তারিত ধারণা।
এছাড়াও পছন্দের প্রতিষ্ঠানে চাকরি খোঁজা সময়সাপেক্ষ ব্যাপার। তবে ইন্টারনেটের কল্যাণে এ কাজ অনেকটা সহজ হয়ে এসেছে। অনলাইনভিত্তিক বিভিন্ন চাকরি খোঁজার ওয়েবসাইট ও পোর্টাল থেকে ঘরে বসেই চাকরির বিজ্ঞপ্তি জানা যায়। চাকরির জন্য আবেদন করা যায়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এসব ওয়েবসাইটের সংখ্যা নিতান্তই কম নয়। অনলাইনে বেশ কিছু চাকরি খোঁজার ওয়েবসাইট রয়েছে যেগুলো নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়। তবে বিদ্যমান চাকরির সাইটগুলোর তুলনায়, JOB APP BD আদর্শগতভাবে ভিন্ন ও অনন্য; কেননা এটি বাংলাদেশের একমাত্র নৈতিক (Ethical) জব পোর্টাল।
JOB APP BD একটি চাকরিকে নৈতিক হিসেবে সংজ্ঞায়িত করে এবং ওয়েবসাইটে প্রকাশ করে যখন এটি (ক) কোনো শ্রম-অধিকার লংঘন করে না; (খ) শিল্প নির্ধারিত গড়-বেতন কাঠামোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম মজুরি দেয় না (গ) পরিবেশগত স্থায়িত্বে সংবেদনশীল; এবং (ঘ) সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপন্ন করে না।
এছাড়াও, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি, প্রো বোনো (স্বেচ্ছাসেবক কাজ) ও সামাজিক ব্যবসা এবং অলাভজনক খাতে চাকরির কথা এই জব সাইটটি বিশেষভাবে তুলে ধরে। JOB APP BD এর গবেষণাপ্রসূত একটি বেতন নির্দেশিকা রয়েছে যেখানে একটি নির্দিষ্ট শিল্পে বিভিন্ন কোম্পানির তুলনামূলক পারিশ্রমিক চিত্র তুলে ধরা হয়েছে। এই নির্দেশিকার সহায়তায় চাকরি প্রার্থীরা খুব সহজেই বিজ্ঞাপিত কোনো চাকরির গড় বেতন সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পেয়ে থাকে।
JOB APP BD এর এই নৈতিক চাকরির পোর্টাল মূলত টেকসই ব্র্যান্ডিং, সামাজিক অগ্রগতি এবং কমিউনিটি অ্যাম্পাওয়ার্মেন্ট প্রচারে তাদের বৃহত্তর কৌশলগত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। JOB APP BD এর মূল লক্ষ্য হচ্ছে ছোট-বড় সবধরনের চাকুরীর বিজ্ঞাপনকে একটি ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে কমিউনিটি বিজনেস নেটওয়ার্কে সম্পৃক্ত করা।
এই সাইটটিতে ক্লায়েন্ট বা বিজনেস তাদের নিজের চাহিদা মতো JOB APP BD এর বিভিন্ন ফিচার থেকে নিজেরা নিজের মতো করে কাস্টোমাইজ প্রোফাইল তৈরি এবং প্রমোশন করতে পারে অতি সহজে। এছাড়াও ই-লার্নিং, বিজ হাব ও কমিউনিটি এনগেজমেন্টের মতো বিশেষ কিছু প্লাটফর্মে বিভিন্ন বিষয়ে নতুন দক্ষতা শেখার সুবিধা রয়েছে।কয়েকজন প্রগতিশীল তরুণ উদ্যোক্তার হাত ধরে প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল। JOB APP BD সম্প্রতি ২০২২ সালে এর পথচলা। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, নারায়ন চন্দ্র ও জব এপস বিডির ডেপলোপার নাঈম সরকার এবং টেকনিক্যাল এনালিস্ট মামুন রংপুর নগরীর রিপোর্টার্স ইউনিটি ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উল্লেখ করেন, সমাজ ও পরিবেশগত উন্নয়নে অবদান রেখে ও মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চায় JOB APP BD##