ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আমেরিকান ফুটবল উৎসবে গুলিতে নিহত ১,আহত ২১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 15, 2024 - 1:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

মো: নাসির  নিউ জার্সি,প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে সুপার বৌলের বিজয় মিছিলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। আহতদের অধিকাংশই শিশু। স্থানীয় সময় গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটে।
>
> বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১২ জনকে কানসাসের চিলড্রেনস মারসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনই শিশু। এই শিশুদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। এমন এক সময়ে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে যখন সুপার বৌলজয়ী দল কানসাস সিটি চিফসের খেলোয়াড়েরা তাদের বিজয় উদ্যাপন করছিলেন।কানসাস সিটির ডাউনটাউনের ট্রেন স্টেশন ইউনিয়ন স্টেশনের পশ্চিমে বিজয় মিছিলে এই গুলির ঘটনা ঘটে, যেখানে বুধবার বিজয় কুচকাওয়াজের জন্য জড়ো হচ্ছিল। কানসাস সিটি চিফস খেলোয়াড়রা তখনও একটি মঞ্চে ছিল যখন প্রথম গুলি চালানো হয়েছিল।
> কানসাস সিটির পুলিশ প্রধান স্টেসি গ্রেভস বলেছেন, ঘটনাস্থলে থাকা গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন।
> বুধবার এক সংবাদ সম্মেলনে গ্রেভস বলেন, বন্দুকযুদ্ধে মোট ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন মারা গেছেন। ঘটনার পর সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
> আহতদের তিনটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নয় শিশুকে চিলড্রেনস মার্সি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেখানে ১৭ বছরের কম বয়সী রোগীদের যত্ন নেওয়া হয়।
> হতাহতদের নামপরিচয় ও বয়স প্রকাশ করেননি। এছাড়া গ্রেফতার ব্যক্তিদেরও পরিচয়ও জানানো হয়নি।
> সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শোনার পর কর্মকর্তারা ব্যস্ত ট্রেন স্টেশনে প্রবেশ করছেন এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
> কানসাস সিটির মেয়র কুইন্টন লুকাস বলেন, তিনি ইউনিয়ন স্টেশনের ভেতরে ছিলেন। গুলির শব্দ শোনার পর তিনি এবং অন্যরা দৌড়াতে শুরু করেন।কানসাসের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান রস গ্রুন্ডিসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আহতদের মধ্যে অনেকেই মৃত্যুর ঝুঁকিতে আছেন। ঘটনাস্থল থেকে ৮ জনকে আমরা গুরুতর মৃত্যু ঝুঁকিতে থাকা অবস্থায় উদ্ধার করি। আরও ৭ জনের অবস্থা ছিল অনেক বেশি গুরুতর বাকি ৬ জন সামান্য আহত হয়েছে।’
>
> এদিকে, কানসাসে বন্দুকধারীর হামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেস যে আহ্বান জানিয়েছে তা সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কানসাস সিটিতে সুপার বৌল প্যারেডে ভয়াবহ গুলির ঘটনা তাঁর মনে ‘গভীর দাগ কেটেছে।’
>
> হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আজকের ঘটনা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। আমরা হতবাক, আমরা লজ্জিত।’ বিবৃতিতে তাঁর সরকার ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ বা সীমিত করার যে চেষ্টা করে যাচ্ছে তা সমর্থন করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানান।
>
> উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিবছর জাতীয় পর্যায়ে যে ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় তা সুপার বৌল নামে পরিচিত।