ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়তে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 15, 2024 - 1:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার
নওগাঁ প্রতিনিধিঃ “নিজের চাহিদা নিজেই বলবো, উন্নয়নে ভূমিকা রাখবো”প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায়  ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে স্থানীয় জনগণের অংশগ্রহণে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে এই ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৪ টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের শংকরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সন্ধায় ৩ নং ওয়ার্ডের জ্যোতিশমাইল গ্রামে সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভায় ইউপি সদস্য দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এস.এম মখলেছুর রহমান (কামরুল)। এসময় ইউপি চেয়ারম্যান কে কাছে পেয়ে অভিযোগ, দাবি-দাওয়া সহ নানা বিষয় তুলে ধরেন জনগণ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান এস.এম মখলেছুর রহমান (কামরুল)বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন। এতে জনগণের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের ক্ষমতায়ন, ক্ষোভ, অভিযোগ, দাবি-দাওয়া তারা তুলে ধরতে পারে, তেমনি ইউনিয়ন পরিষদ কীভাবে কাজ করছে জনগণ ও সে বিষয়ে ওয়াকিবহাল হতে পারে।#
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ইউপি সচিব নাজমুল হোসাইন, ইউপি সদস্য আঃ জলিল, আবু বাক্কার সিদ্দিক, কাবিরুল ইসলাম,রুস্তম আলী প্রামাণিক প্রমূখ।