গোদাগাড়ীতে গোপনে ছোট ভাইয়ের বউয়ের অশ্লীল ভিডিও ধারণ করায় ভাসুর গ্রেফতার
মোঃ রবিউল ইসলাম মিনাল…….রাজশাহীর গোদাগাড়ীতে গোপনে ছোট ভাইয়ের বউয়ের গোসলের ভিডিও ধারণ করায় বড় ভাইকে কারাগারে পাঠালো ছোট ভাই। অভিযুক্তকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
গোদাগাড়ী পৌর এলাকার ভগমন্তপুর হাটপাড়া গ্রামে গত বুধবার সকালে এই ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
অভিযুক্ত আসামী হলেন গোদাগাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভগমন্তপুর হাটপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ নাজির উদ্দিন বাবু।
বাবুর গোদাগাড়ী ডাইংপাড়া বাজারে কাপড়ের দোকান আছে সবাই জানতেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তার কাছে এমনটা কেউ আশা করেনি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে, বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।