ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সোনাইমুড়ীতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 11, 2024 - 9:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালীঃনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর মধ্যপাড়া কর্মহীন ও আর্থিক অসচ্ছল মানুষের পাশে ধারালো ধন্যপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ । এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মাহে রামাদান উপলক্ষে রামাদান উপহার হিসেবে ও ইফতার সামগ্রী অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়াও সমাজের কল্যাণে বিভিন্ন সময় অতুলনীয় ভূমিকা পালন করে এই অরাজনৈতিক ইসলামী সংগঠন। সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, সবার প্রিয় সামাজিক সংগঠন আমাদের এ ধারা ভবিষ্যৎকালে ও অব্যাহত থাকবে।

রবিবার (১০ মার্চ ২০২৪) বিকেল ৪ টায় সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর উত্তর পাড়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি( বীর মুক্তিযোদ্ধা) আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান এর পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ -ফ -ম বাবুল বাবু, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আবুল হোসেন, ছায়েদুল হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৮ নং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম শামীম।

আরো বক্তব্য রাখেন,পরিষদের কোষাধক্ষ্য মাকসুদুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন পলাশ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নূর মোহাম্মদ, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা রাকিব হাসান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সংগঠনটির উপদেষ্টা, সিনিয়র সদস্য, কার্যকরী কমিটি সদস্য ও সাধারণ সদস্যবিন্দু সুধী, শুভাকাঙ্ক্ষী, উপস্থিত ছিলেন। ইউনিয়নের শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী নির্ধারণ করা হয়।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের একঝাঁক তরুণ দায়িত্বশীলদের সহযোগিতায় ধন্যপুর মধ্যপাড়া কর্মহীন, অসহায়, নারী, পুরুষ, বৃদ্ধসহ শতাধিক রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। যেমন ইফতার সামগ্রী মধ্যে ছিল ছোলা, খেজুর, চিনি, মুড়ি , সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় নানা পূর্ণ। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।