অবন্তিকার মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচার চাই : ভয়েস অব কনসাস ওমেন
ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনার অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টন্তকমুলক শাস্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবী জানিয়েছেন ভয়েস অব কনসাস ওমেন (ভিসিও)’র নির্বাহী পরিচালক মিতা রহমান ও পরিচালক জীবন নাহার।
সোমবার (১৮ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবী জানান।
তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যাকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করে বলেন, এই কাঠামোগত আত্মহত্যার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যৌন নিপীড়ক শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর-প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফলে যৌন নিপীড়কদের বাঁচাতে এই শিক্ষকরা প্রাণপণ চেষ্টা করেন। অবন্তিকা আত্মহত্যার আগে দোষীদের নাম বলে গেছেন। তাই দেশের নারী সমাজের একটাই দাবি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, ফাইরুজ অবন্তিকা নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছে, শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। অবন্তিকার মৃত্যু টেকনিক্যাল মার্ডার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা আজ রাঘব বোয়ালে পরিণত হয়েছে। রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করছে। সব বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের খুঁজে বের করতে হবে, কেন এটা ঘটছে। এটা শুধু আম্মান ও দ্বীন ইসলামের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এ ধরনের ঘটনায় জড়িত অন্যান্যদের বিচারের আওতায় আনতে হবে।