ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের নেপথ্যের শক্তিকে নির্মূল করতে হবে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 20, 2024 - 4:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতেফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করেশুধুমাত্র সন্দেহের বশে দোষী সাব্যস্ত করে দুই শ্রমিক সহোদরকে অমানুষিক নির্যাতন পূর্বক পিটিয়ে হত্যা এবং একাধিক ব্যক্তিকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নেতৃদ্বয় বলেনধর্মীয় উত্তেজনা ও উন্মাদনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য অতি রহস্যজনক এই ঘটনার সাথে বিশেষ কোন মহলের সম্পৃক্ততা ছিল কিনা তা প্রশাসনকে গুরুত্বের সাথে খতিয়ে দেখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশকে বিশৃঙ্খল করার উদ্দেশ্যে বিশেষ কোন মহলের দুরভিসন্ধি দেশের শান্তিকামী জনগণ যে কোন মূল্যে রুখে দেবে। নেতৃদ্বয় উচ্চ পদস্থ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মন্দিরে আগুন লাগার ঘটনা ও নিরীহ শ্রমিকদের হতাহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবী জানিয়েছেন। এরকম সাম্প্রদায়িক ঘটনার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদেরনেপথ্যের শক্তিকে সমূলে উৎপাটন করা না গেলেএ ধরনের ঘটনার ধারাবাহিকতা বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন প্রবীণ দুই রাজনীতিবিদ। প্রেসবিজ্ঞপ্তি।

Proudly Designed by: Softs Cloud