কেরানীগঞ্জে নিরাপদ,স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:কেরানীগঞ্জে নিরাপদ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঢাকা জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানভীর আহমেদ।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ শাহানুর ইসলাম, ডাক্তার নার্গিস সুলতানা, ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ শাহজালাল মোহন, জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা শাহানা পারভীন ও সিভিল সার্জন অফিসের প্রজেকশনিস্ট মো: লোকমান হোসেন প্রমূখ।
এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং সমাজের সচেতন লোজন।এ কর্মশালায় কি ধরনের খাদ্য গ্রহণ করলে শরীরের উপকার হয় এবং কি ধরনের খাদ্য অতিরিক্ত গ্রহণ করলে শরীরের অপকার হয় এ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।