দিনাজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আই এফ এম শহীদুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ডি সি রায়,ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ।
সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ সকল উপজেলা কমিটির সভাপতি সম্পাদকগণ অংশ গ্রহন করেন।