সখীপুরে সংসদ সদস্যের অঙ্গহানি ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
শরিফুল ইসলাম বাবুল, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল-৮ আসনের (বাসাইল-সখীপুর) সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের জিব্বা কেটে ফেলা ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
বুধবার (১৫ মে) বিকালে পৌরশহরের মোখতার ফোয়ারা চত্বরে এ প্রতিবাদসভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানার ছাড়াও সখীপুর বাজার মার্কেট মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানার হাতে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রতিবাদে সামিল হন।
মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হারুন আজাদের সভাপতিত্বে ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক আহমেদ শফি তালুকদারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধার সন্তান শফিউল ইসলাম কাজী বাদল, সাইফুল ইসলাম শামীম, গোলাম কিবরিয়া সেলিম, আলমাস আজাদ, জাহিদ ইকবাল জাহাঙ্গীর, শরিফুল হক মোজাম্মেল প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে মোঃ শরিফুল ইসলাম, মোস্তফা কামাল আরিফ, রাশেদ ইমরান আতিক ,এস এম জোবায়ের, মোঃ হায়দার আলী, মেহেরিন খাদিজা লতা, হারুন,শফিকুল,উজ্জ্বল,
নূর হোসেন,সাইফুল আল নোমানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মানববন্ধনে বক্তারা বলেন, বাসাইল-সখীপুরের বর্তমান সংসদ সদস্য অনুপম জয়ের জনপ্রিয়তায় ঈষার্ন্বিত হয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে টাঙ্গাইলের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এমপিকে অঙ্গহানি ও হত্যার হুমকির দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাজাহানের সুযোগ্য উত্তরসূরীর বিরুদ্ধে অপপ্রচার ও কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
বক্তারা সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে অবিলম্বে সনদ বাতিলেরও দাবি জানান।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে নলুয়া বাজারের এক প্রতিবাদ সভায় টাঙ্গাইলের কিসলু নামের এক নেতা বর্তমান সাংসদের জিহবা কেটে নেয়ার হুমকি দেয় এবং অশালীন মন্তব্য করেন।