বাঘায় ব্র্যাকের আয়োজনে মনিগ্রাম ইউনিয়ন বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা
রাজশাহীর: বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ হল রুমে কিশোরীদের বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি নিজ নিজ এলাকায় বাল্যবিয়ের মতো এই ভয়াবহ ভাইরাস সংক্রমণের হাত থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্র কে কলংক মুক্ত করতে মনিগ্রাম ইউনিয়ন বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই মে (বুধবার ), ২০২৪ সকাল ১১ ঘটিকায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ বজলুর রহমান, অধ্যক্ষ আলিম মাদ্রাসা, পারসাওতা বিনোদপুর,
মোঃ শাহআলম, প্রধান শিক্ষক, হরিরামপুর উচ্চ বিদ্যালয়,সাবিহা মুস্তারি-প্রধান শিক্ষক, হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউপি সচিব আলহাজ্ব মোঃ গোলাম সাকলায়েন, ইউপি সদস্য মোঃ একরামুল ইসলাম, মোঃ মুজাম্মেল হক,
মোঃ লেলিন উদ্দিন , মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শফিকুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ শাপলা বেগম, মোসাঃ রাহেলা বেগম, মোসাঃ জান্নাতুল ফেরদৌস, ইউপি কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, এনজিও প্রতিনিধি মোঃ শাহিনুর ইসলাম, অফিসার সেলপ মোঃ মোমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল মোঃ সামাউল ইসলাম। অংশগ্রহণকারীগন সম্মিলিত প্রয়াসে বাল্যবিয়ে মুক্ত আদর্শ মনিগ্রাম ইউনিয়ন গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।