প্রচ্ছদ » » সোনালু কাঠের রং ইটের মতো খয়েরি লাল
সোনালু কাঠের রং ইটের মতো খয়েরি লাল
শুধুই কি রূপ? সোনালুর রয়েছে ওষধি গুণ। অন্ত্রের সমস্যায় ফলমজ্জা পানিতে সেদ্ধ করে ছেঁকে সকালে ও বিকালে পান করলে কোষ্ঠ্যকাঠিন্যও দূর হয়। ব্লাডপ্রেসারে নাক দিয়ে রক্ত পরলে সোনালুর ফলমজ্জা পানিতে মিশিয়ে চিনি বা মধু দিয়ে পান করলে এ সমস্যার সমাধান হয়। আর পাতা তো ব্যাথা নাশক হিসেবে সুপরিচিত। সোনালু কাঠের রং ইটের মতো খয়েরি লাল। ঢেঁকি, সাঁকো বানানোর কাজেও এ গাছের কাঠ ব্যবহার করা হয়।
একসময় গ্রামে অনেক সোনালু গাছ চোখে পড়তো। এখন হাতেগোনা কিছু গাছ দেখা যায় পথে প্রান্তরে। দিন দিন কমে আসছে সোনালুর সংখ্য। আশার কথা বৃক্ষপ্রেমিরা আবারো সোনালুকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন রাস্তার পাশে কিংবা প্রতিষ্ঠানের আঙিনায়। আগামীদিনে নিশ্চয়ই শহর এবং গ্রামে সর্বত্র সোনালুর স্বর্ণালী আলোকছটা হৃদয় ভরিয়ে দিবে প্রকৃতিপ্রেমিদের।
লেখক:- বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।