ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩২ অপরাহ্ন

ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে চারটি চোরাই গরু উদ্ধার,গ্রেফতার তিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 19, 2024 - 3:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযান চালিয়ে চারটি চোরাই গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি সিএনজি জব্দ করা হয়।

রোববার (১৯মে) সকাল ১১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর এবং শনিবার (১৮মে)দিবাগত রাতে এলুয়াড়ী ইউনিয়নের বেজাই এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে গরু উদ্ধারসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

আটক ব্যাক্তিরা হলেন,পার্বতিপুর উপজেলার রাজাবাসর এলাকার আশরাফ আলীর ছেলে মনজুরুল ইসলাম (৩৪),একই উপজেলার মন্মথপুর বাজারের আব্দুস সামাদ এর ছেলে (সিএনজি চালক) আইয়ুব আলী ( ৩৫),ছোট হরিপুর এলাকার আফাজ উদ্দিন স্ত্রী কাজল আক্তার রিনা (৩৫)।

জানাগেছে, রোববার (১৯মে) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আড়াপাড়া এলাকায় মেজবাহুলের একটি বাছুর গরু ফসলি মাঠে ঘাস খাচ্ছিল । এমন সময় ফাঁকা মাঠ থেকে সিএনজি গাড়ীতে করে এড়ে বাছুটিকে তড়িঘড়ি করে চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে সিএনজি গাড়ীটিকে ধাওয়া করে। পরে আলাদীপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর এলাকায় তাদের আটক করে বাছুর গরুটি উদ্ধার করে। এসময় সিএনজিসহ তিনজন কে আটক করে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। এদের মধ্যে একজন মহিলা।

অপরদিকে এর আগে শনিবার (১৮মে) দিবাগত রাতে পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের বিধবা নারী মাহামুদা বেগম এর বাড়ী থেকে দুই টি গাভী ও একটি বাছুর চুরির ঘটনা ঘটে।
শনিবার গভীর রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি টহলদল ফুলবাড়ী-চিন্তামন সড়কে একটি পিকআপ পার্কিং অবস্থায় দেখতে পায়, সন্দেহ হলে যাচাইয়ের জন্য এগিয়ে গেলে ২/৩ জন লোক দ্রুত পিকআপে উঠে দ্রুতগতিতে পিকআপ চালিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে, উপজেলার বেজাই মোড়ের নিকটবর্তী এলাকায় চোরেরা পিকআপ ফেলে ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের অপর একটি টহলদল দল পৌর এলাকার উত্তর সুজাপুর একটি বাগান থেকে গরু তিনটি উদ্ধার করে। পরে গরুর মালিক মেজবাহুল ও মাহমুদা বেগম কে গরুগুলো বুঝিয়ে দেওয়া দেয় পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানায়, রোববার (১৯মে) সকালে এবং শনিবার (১৮মে) দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে চারটি গরু উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেয়া হয়েছে। চুরির কাজে ব্যবহৃত একটি পিকাআপ যার রেজি নং- (ঢাকা মেট্রো ন-১৯-০৯৯৮) ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে,আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।