ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৫৭ অপরাহ্ন

বাঘায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মনিরুল আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 19, 2024 - 3:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহীর বাঘায় ২১ বোতল ফেন্সিডিলসহ মনিরুল ইসলাম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ।

রবিবার (১৯ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টায় বাঘা উপজেলাধীন রামশাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি।

আটককৃত মনিরুল ইসলাম পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (ভুড়িপাড়া) গ্রামের সাবদার হোসেনের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ১৯/০৫/২০২৪ তারখি ১০.৪০ ঘটিকার সময় বাঘা থানাধীন রামশাপুর গ্রামস্থ জনৈক জৌলুশ (৬০), পিতা-মৃত নছির হাজী এর আম বাগানের পূর্ব পাশে আলাইপুর মহাজনপাড়া টু বাঘা গামী পাঁকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম (৩৬), পিতা-মোঃ সাবদার হোসেন, সাং-আলাইপুর (ভুড়িপাড়া), থানা-বাঘা, জেলা-রাজশাহীকে ২১ (একুশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রফেতার করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানার মামলা নং-২৪, তাং-১৯/০৫/২০২৪ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪ (খ) রুজু হয়ছে।