ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪২ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 3, 2024 - 4:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান রাঙ্গুনিয়া সরকারি কলেজ মিলনায়তনে সোমবার (৩ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি নির্মল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। মূখ্য আলোচক ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম—২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ।

অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম সুজা উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরণ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার, দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইফুল আলম মাসুদ, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইফতেখার হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রানার্সআপ হয় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয় রানার্সআপ দলের দলনেতা অর্পা দাশ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিক্ষক আবুল মনছুর মোহাম্মদ ইকবাল, ওসমান গণি এবং সুরভী দাশ। শেষে বিজয়ী ও অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় এবং উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।