কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যক্ষা সনাক্তকরণ
কেরানীগঞ্জে ( ঢাকা )প্রতিনিধি:কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যক্ষা সনাক্তকরণ মেশিন জিন এক্সপার্ট উদ্বোধণ করনএবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকরেন কেরানীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ (দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি)।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভীর আহমেদ এর সভাপতিত্বে উক্ত উপজেলা স্বাস্থ্য বিভাগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু রিয়াদ উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন লিটন মহোদয়, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার সহকারী কমিশনার (ভূমি) সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের প্রধান, হাসপাতালের সকল ডাক্তার-নার্স, স্টাফ, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় চেয়ারম্যান মহোদয় স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্তঃবিভাগ, বহিঃবিভাগ, ওটি, জরুরি বিভাগ, এন.সি.ডি কর্ণার, ফার্মেসিসহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন। এ সময় তিনি রোগিদের সাথে কথা বলেন। তিনি কর্মরত ডাক্তারদের স্বাস্থ্য সেবায় দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।
তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুসারে স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছেন। সে লক্ষ্যে তিনি তার উপজেলার জনসাধারনের উন্নয়ন ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
পরিদর্শন কালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শাহনূর ইসলাম সহ কর্মরত ডাক্তারগণ তার সাথে ছিলেন।