ফুলবাড়ীতে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ফিরোজা বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর এলাকায় নিজ বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ফিরোজা বেগম ওই এলাকার আনছার আলীর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানানগেছে, প্রতিদিনের ন্যায়
ফিরোজা বেগম বুধবার রাতে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে স্বামী আনছার আলী সহ ফজরের নামাজ আদায় করেন আবারও ঘুমিয়ে পড়েন। পরে সকালে উঠে স্বামী আনছার আলী খাবারের ঘরে নাস্তা করতে গিয়ে স্ত্রী ফিরোজা বেগম কে ওই ঘরের আড়ার সাথে দড়িতে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর
পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। থানায় একটি অস্বাভিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন
করা হচ্ছে।