ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৩:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভোট দিতে এসে প্রবীণ দুই বন্ধুর দেখা,আবেগে আপ্লুত হয়ে কুশলবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 6, 2024 - 3:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:সম্প্রীতি ও সৌহার্দ্যের সাথে ভোট দিলেন ‌হরেন্দ্র নাথ রায় এবং মুশফিকুর রহমান। ভোট দিয়ে কুশলবিনিময় করলেন দুই বন্ধু।

চতুর্থ ও শেষ ধাপে দিনাজপুরের ফুলবাড়ীতে
উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত। বুধবার (৫জুন)। সকল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিকেল ৪টা পর্যন্ত চলে।

সকাল সাড়ে ১০টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রাম সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে দুটি লাইন ভোট প্রদানের জন্য দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা।

এই কেন্দ্রের মাঠে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য
হরেন্দ্র নাথ রায় (৭৫) ভোট প্রদানের জন্য বুথে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিলেন আর ভোট প্রদান করে বের হয়ে আসছিলেন মুশফিকুর রহমান (৬৪) তারা উভয়ে বন্ধু কিন্তু দেখা নেই অনেক দিন। ভোটের কারণে দুই বন্ধুর মধ্যে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে কোলাকুলি করে দু্ই বন্ধু দু’জনকে জড়িয়ে ধরলেন।

হরেন্দ্র নাথ রায় বলেন, আগে ভোটের দিন আনন্দ উৎসব করেছি বন্ধু বান্ধব মিলে। বয়স বাড়ার সাথে এখন ছেলেদের সাথে দিনাজপুরে থাকি তাই বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না। আজ ভোট দিতে এসে বন্ধু মুশফিকুরের সাথে দেখা তাই ফিরে গেলাম পুরোনো অতীতে।

মুশফিকুর রহমান বলেন, আমি এলাকায় থাকি অনেক দিন বন্ধু হরেন্দ্রের সাথে দেখা নেই, ভোট উপলক্ষে আজ দেখা হয়ে গেল; কত স্মৃতি অতীত দিনের মনে পড়ে গেল।

এদিকে নবগ্রাম সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিজামুল হক জানান ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৭৮৪ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৬.৯৫ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে। মহিলা ভোটারদের উপস্থিতি বেশ ভাল। বেলা বাড়ার সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।