ফুলবাড়ীর খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় চত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, খয়েরবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোষ্ঠ মোহন চৌধুরী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুলফিকার আলী, সমাজ সেবক সামিউল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় সুধিজন ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নতুন কারিকুলাম এর বিষয়ে সচেতন করতে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।