ফুলবাড়ীতে দুস্থ্য রোগীদের মাঝে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গরীব অসহায় রোগীদের মাঝে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের আয়োজনে খাজাপুর গ্রামের আয়মা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে সহযোগিতা করেন মহাদেবপুর একাদশ সংঘ।
ওই এলাকার ৪ শতাধিক নারী-পুরুষকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন, দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের ডা.ফাহমিদা নাজনিন এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম।
ডা.ফাহমিদা নাজনিন জানায়, দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের উদ্যোগে এলাকার গরীব অসাহায় রোগীদেও বিনামুল্যে ছানি অপারেশন করে লেন্স সংযোযন করা হচ্ছে। চোখে ছানি পড়া এসব রোগীদের বাছাই করে হাসপাতালে নিয়ে এসে সম্পূর্ণ বিনা মূল্যে চোখ অপারেশন করাসহ কৃত্রিম লেন্স সংযোজন করা হবে।