কুলাউড়ায় মালচিং পদ্ধতিতে সবজি চাষের দিকে ঝুকছে কৃষক
আশরাফুল ইসলাম জুয়েল, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মালচিং পদ্ধতিতে সবজি চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠেছেন কৃষকেরা। আর এ পদ্ধতিতে সবজি চাষ করে ইতোমধ্যেই স্বাবলম্বী হয়েছেন উপজেলার টিলাগাও ইউনিয়নের দরিদ্র কৃষক হান্নান মিয়া , আব্দুর নুর, নারায়ণ চন্দ্র ভৌমিক, রামদেও রাজভর,লনি মালাকার। ব্রাহ্মণবাজার ইউনিয়নের মামুনুর রশিদ, মালিক মিয়া, জয়চন্ডি ইউনিয়নের মিঠুন চন্ড দাস, রাউৎগাও এর স্বপন মিয়া । এ পদ্ধতিতে চাষ করে এসব দম্পতির শ্রম ও সময় কম লেগেছে, খরচও কম হয়েছে।
কৃষক হান্নান মিয়া , স্বপন মিয়া, মামুনুর রশিদ জানান, সমন্বিত কৃষি ইউনিট কৃষিখাতের আওতায় পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে এবং হীড বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় ৩০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে বিভিন্ন ধরণের সবজির চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় প্রচণ্ড আশাবাদী এই কৃষক। শিগগিরই আরও বড় জায়গা নিয়ে বড় পরিসরে তিনি এ পদ্ধতিতে চাষ বাড়াতে চান। ফলন ভালো হয়েছে পাশাপাশি বাজারে বিক্রি করে ভালো দাম পেয়ে প্রচণ্ড খুশি তিনি। তিনি আরও বলেন মালচিং হলো এক ধরনের পলিথিন। যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রোগজীবাণু থেকেও গাছকে রক্ষা করে। অতিরিক্ত পানি রোধ করে। গাছের গোড়ায় আগাছা কম জন্মায়। এই পদ্ধতিতে সবজি চাষ করতে হলে প্রথমে জমি তৈরি করে মাটির সঙ্গে প্রয়োজন মতো সার মিশিয়ে নিয়ে বেড তৈরি করতে হয়। বেডের প্রস্থ হবে এক মিটার। এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে ৩০ সেন্টিমিটার। এরপর জমিতে তৈরি করা সবকটি বেড মালচিং পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে।
হীড বাংলাদেশ এর কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহেল সিকদার জানান, সবজি চাষে জনপ্রিয়
হয়ে এ উঠছে মালচিং পদ্ধতি। এ পদ্ধতিতে সবজি চাষে শ্রম ও সময় কম লাগে, খরচও কম হয়। এ পদ্ধতিতে সারা বছর সবজি চাষ করা যায়। তাই এলাকার কৃষকরা এবার মালচিং পদ্ধতির দিকে ঝুকছে।
হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্হাপক মোঃ দীল ইসলাম বলেন হীড বাংলাদেশ সব সময় কৃষকের কল্যাণে কাজ করে। কৃষকের যাতে সময় এবং অর্থ কম ব্যয় হয় সেজন্য মালচিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিমউদ্দিন বলেন মালচিং পদ্ধতি চাষ করলে কৃষকরা উপকৃত হবে।
বেডে চারা রোপনের জন্য ১৮ ইঞ্চি দুরত্ব রাখতে হবে। ৪ ইঞ্জি ব্যাসের পাইপ দিয়ে ছিদ্র করে ঐ ছিদ্রে সবজির চারা রোপন করলে কৃষকেরা বেশি লাভবান হবেন।