ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সি আইপি অনন্ত জলিল কে প্যারিসে সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 6, 2024 - 9:12 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

আবু তাহির ,ফ্রান্স : বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক , শিল্পপতি সি আই পি অনন্ত জলিলকে প্যারিসে সংবর্ধনা প্রদান করেছে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম। শাহ গ্রূপের তত্বাবধানে প্যারিসের আইফেল টাওয়ার পাদদেশে সেন নদীতে অবস্থিত অভিজাত রেস্টুরেন্টে প্যারিস অন স্যান ক্রুজে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিশ্বের সর্ববৃহৎ ট্রেড ফেয়ার টেক্সওয়াল্ডে অংশ নিতে অনন্ত জলিল প্যারিসে সফরে আসেন। এসময় তার সহধর্মিনী চিত্রনায়িকা বর্ষা সাথে ছিলেন।

ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের নেতৃবৃন্দের উপস্থিতিতে এসময় অনন্ত জলিলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন। এসময় ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলা চলচ্চিত্রের প্রসার ও বিশেষ করে নতুন উদ্যোক্তা তৈরির কারিগর হিসাবে অনন্ত জলিল কে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত জলিল বলেন ইউরোপে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি ও দেশের ব্যবসায়ীদের সহযোগিতা করতে এ সংগঠনের ভূমিকা অপরিসীম। সাত্তার আলী সুমন সহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি শুভেচ্ছা বিনিময় এর পাশাপাশি তিনি বলেন ইউরোপের বাজারে বাংলাদেশী শিল্পের প্রসারে তার ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক এসোসিয়েশন ফ্রান্স এবংলাদেশ বিজনেস ফোরামের সাথে মিলিত হয়ে কাজ করবে।