চিন্ময় বড়ুয়া রিন্টু ওয়ার্লড অ্যালায়েন্স অব বুড্ডিস্ট এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন ওয়ার্লড অ্যালায়েন্স অব বুড্ডিস্ট এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- জাতীয় কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও দানশীল ব্যক্তিত্ব চিন্ময় বড়ুয়া রিন্টু।
সম্প্রতি শ্রীলঙ্কার জাফনায় তিনদিন ব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতি ক্রমে থাইল্যান্ডের ধম্মকায় ফাউন্ডেশন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব ড. প্রনচাই পালাওয়াধম্ম কে প্রসিডেন্ট, মালয়েশিয়ার বিশিষ্ট সংগঠক, মিডল ইস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক, প্রফেসর ড. লি কেট ইয়ং কে মহসচিব এবং বাংলাদেশ থেকে চিন্ময় বড়ুয়া রিন্টু’কে ৩য় বার ভাইস প্রেসিডেন্ট, ড. সবুজ বড়ুয়া শুভ’কে ভাইস প্রেসিডেন্ট এবং বিশ্বের বিভিন্ন দেশের সদ্ধর্মের কল্যাণকামী ব্যক্তিবর্গের সমন্বয়ে পঁয়তাল্লিশ সদস্য বিশিষ্ট ওয়ার্লড অ্যালায়েন্স অব বুড্ডিস্ট ২০২৪-২০২৮ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মি. চিন্ময় তাঁর অভিব্যক্তি প্রকাশে আন্তর্জাতিক অঙ্গনে মানবিক ও ধর্মীয় কর্মসূচি সম্পাদনের মাধ্যমে বিশ্ব বৌদ্ধদের সংগঠিত করার ক্ষেত্রে অধিকতর কৃতিত্বপূর্ণ অবদান রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।