ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলপুরে বন্যায় পানিবন্দি ৪০ হাজার মানুষ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 7, 2024 - 12:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যায় উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ দুর্ভোগে পড়েছে।
টানা বর্ষণে উপজেলার ছনধরা, সিংহেশ্বর ও ফুলপুর সদর ইউনিয়নের প্রায় সকল এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ওই এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।
বন্যা প্লাবিত এলাকার আমন ধানের বীজতলা, আউশ ধান ও সবজিসহ কৃষি জমি তলিয়ে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের ফিশারী ডুবে মাছ ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।
এছাড়া অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম আরিফুল ইসলাম   জানান, বন্যা প্লাবিত এলাকায় সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছি।  দ্রুত বন্যার্তদের সহযোগিতা করা হবে।