ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর কর্ম বিরতি পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 7, 2024 - 12:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – প্রধানমন্ত্রী ও বিদ্যুত বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুত সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করনের দাবিতে কর্মবিরতি পালন করছে সারাদেশের পল্লী বিদ্যুত সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। এরই ধারাবাহিকতায় পত্নীতলায় নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা শনিবার বিদ্যুত ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে স্থায়ী কার্যালয়ে কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতি পালন কালে আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন  নওগাঁ পবিস-২ এর ডিজিএম কারিগরি (সদর) শাহীন কবির, এজিএম (ওএন্ডএম) আব্দুল মোতালেব, লাইনম্যান গ্রেড-১ আব্দুল কুদ্দুস, লাইনম্যান লেবেল-১ সাজ্জাদ হোসেন, লাইন শ্রমিক গোল্ডেন, মহিলা কর্মচারীদের পক্ষে বিলিং সুপারভাইজার নিগার সুলতানা, বিলিং সহকারী নারগিস বানু প্রমুখ।