ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২২ অপরাহ্ন

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদারে বন্দী পরিবহনের  পিজন ভ্যান হস্তান্তর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 17, 2024 - 3:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

কেরানীগঞ্জ( ঢাকা )প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে গতকাল দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে আদালতের সুরক্ষা বন্দী পরিবহন নিরাপত্তা জোরদার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস আনুষ্ঠানিকভাবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশ কারা অধিদপ্তরের কাছে পাঁচটি বিশেষায়িত পরিবহন যান হস্তান্তর করেছেন।

উদ্যোগটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট কাউন্টার টেররিজম ব্যুরো এর অর্থায়নে এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জার্নালিস্ট যার জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এসোসিয়েশন প্রোগ্রাম এর সহায়তা করেছেন যা আইনি কার্যক্রম চলাকালে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং সন্ত্রাসী বন্দি ব্যবস্থাপনায় নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতির উপর জোর দেয় ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লাফেভ ,প্রধান অতিথি হিসাবে ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান। ( স্বরাষ্ট্র মন্ত্রণালয় ) আইজিপি ব্রিগেডিয়ার জেনারেল এএফএম আনিসুল হক। অনুষ্ঠানে সিনিয়র সচিব মশিউর রহমান জানান বর্তমান কারাগার সরকার কারাগার হিসাবে দেখতে চায় না এটা সুরক্ষাকার হিসাবে রূপান্তর করতে চায় এজন্য প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীকে শত নিষ্ঠাবান হতে হবে।

কারণ বর্তমান সরকার কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন দেয় তাতে তারা ভালোভাবে সংসার পরিচালনা করতে পারেন দুর্নীতি করার কোন প্রয়োজন নেই। আরো বলেন যুক্তরাষ্ট্র যে প্রিজম ভ্যানগুলো দিয়েছে এগুলি এসি সিস্টেম এবং গাড়ির মধ্যে তাদের গতিবিধি লক্ষ্য করা যাবে । আইজিবি ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক জানান বর্তমানে কারাগার গুলো কারা সংশোধনী হিসাবে রূপান্তরিত করা হচ্ছে এখানে কয়েদিকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে বাস্তব জীবনে তারা যেন একজন ভালো মানুষ হতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।