দীর্ঘদিন লিজমানি বকেয়া অর্পিত সম্পত্তি নবায়নে এসিল্যান্ডের পরিদর্শন
স্টাফ রিপোর্টারঃময়মনসিংহ সদরে দীর্ঘদিন লিজমানি বকেয়া আছে এমন অর্পিত সম্পত্তি নবায়নে লিজ নেওয়া মালিকদের তাগিদ দেওয়াসহ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড আসাদুজ্জামান রণি। বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলার
সুতিয়াখালী ও বেলতলীতে অবস্থিত আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন ও দীর্ঘদিন লিজমানি বকেয়া আছে এমন অর্পিত সম্পত্তি নবায়নে লিজ নেওয়া মালিকদের লিজ নবায়নের আবেদন দেন।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রণি
দীর্ঘদিন লিজমানি বকেয়া আছে এমন অর্পিত সম্পত্তি সরজমিনে তদন্ত করে খুব দ্রুত রেকর্ডপত্র যাচাই/মূল্যায়নপূর্বক লিজমানি সম্পত্তির নবায়ন করে সরকারের রাজস্ব আদায়ে সহযোগীতা চান। একই দিনে তিনি সুতিয়াখালী ও বেলতলীতে অবস্থিত আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারীদের খোজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।