ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কোটা সংস্কারসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 17, 2024 - 3:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দরা।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০টায় “কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তিপাক”চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, দফা এক দাবী এক কোটা নট কাম ব্যাক এই স্লোগান দিতে দিতে সরকারী কলেজে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা ।

এরপর বেলা ১১টায় সেখান থেকে তারা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় সরকারী কলেজ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা
এসময় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামুল করিম শান্ত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ, শিক্ষার্থী আমিনুল ইসলামসহ আরও অনেকে।

এসময় শিক্ষার্থীরা বলেন, শান্তিপুর্ণ কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের যৌক্তিক আন্দোলনে কেনো হামলা চালানো হচ্ছে। হামলা করে আমাদের থামিয়ে রাখা যাবে না। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই করতে হবে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।