অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা কাপ্তাই বিএসপিআই ছাত্র-ছাত্রী নিবাস
কাপ্তাই প্রতিনিধি:- রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রাবাস ও ছাত্রীনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিএসপিআই ছাত্রাবাস ও ছাত্রীনিবাস এর তত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে বুধবার (১৭ জুলাই) সকাল ৭টার মধ্যে সকল শিক্ষার্থীকে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় এমন সিন্ধান্ত বলে জানিয়েছে কতৃপক্ষ।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিএসপিআই শিক্ষার্থীরা সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে একাত্বতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিক্ষোভ মিছিল শেষে কাপ্তাই নতুন বাজার এলাকায় ছাত্রলীগের সাথে বিএসপিআই শিক্ষার্থীদের মারামারি ঘটনা ঘটে। এতে বিএসপিআই এর ৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।