ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:০০ অপরাহ্ন

মান্দায় ৮ ইউনিয়নে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 17, 2024 - 3:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ৮ ইউনিয়নে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৮টি ইউনিয়নে বিগত ৫ বছরেও বিএনপির কোনো সম্মেলন হয়নি। অথচ রাতারাতি
 এসব ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এটিকে পকেট কমিটি উল্লেখ করে তা বাতিলের দাবিতে সো”চার হয়ে উঠেছে উপজেলা বিএনপির বৃহৎ একটি অংশ। এ দাবি নিয়ে বুধবার দুপুরে মান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে।
সংবাদ সম্মেলনে মকলেছুর রহমান মকে বলেন, গত পাঁচ বছরেও উপজেলার ভারশোঁ, ভালাইন, পরানপুর, কুসুম্বা, তেঁতুলিয়া, নুরুল্লাবাদ, কাঁশোপাড়া ও কশব ইউনিয়নে কোনো সম্মেলন করা হয়নি। অথচ গত ২৭ জুন রাতে এসব ইউনিয়নে কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু। তিনি অভিযোগ করে বলেন, অনুমোদনপ্রাপ্ত ৮ ইউনিয়নে এখন পর্যন্ত আহবায়ক কমিটি দিয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্মেলন ছাড়াই ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে রাতারাতি এসব ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়। সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব পকেট কমিটি বাতিলের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক সহসভাপতি আফাজ উদ্দিন মোল্লা, বিএনপিনেতা রফিকুল ইসলাম, নুর বকস মন্ডল, মোজাম্মেল হক সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে রাতারাতি পকেট কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। তিনি বলেন, সাংগঠনিক নিয়মনীতি মেনেই ৮ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। এতে কোনো অনিয়ম করা হয়নি।#