ফুলবাড়ীর প্রবীণ শিক্ষক শান্তি গোপাল গুহের মৃত্যু,বিভিন্ন মহলের শোক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক শান্তি গোপাল গুহ দীর্ঘ দিন বার্ধক্যজনিত কারনে অসুস্থ থাকারপর বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টায় মধ্যগৌড়ীপাড়া গ্রামে নিজবাসভবনে মৃত্যু বরণ করেছেন।” দিব্যান্ লোকান্ স গুচ্ছতু “, মৃত্যুকালে স্ত্রী, এক কণ্যা ও দুই ছেলে নাতিনাতনিসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তার বয়স ছিল ৮৩বছর।
শুক্রবার সকাল ৮ টায় (জি এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে তাকে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১০টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শ্মশান ঘাটে শেষ কৃতকার্য সম্পন্ন করা হয়।
বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ শোক বার্তা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক,বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের মানুষ।